বিশ্বরূপ

লেখক
জিজ্ঞাসু

মানবদেহে Cell  বিষয়ে সর্বাধুনিক  খবর৷ যন্ত্র যত উন্নত সূক্ষ্ম হচ্ছে, শক্তিশালী হচ্ছে, Cell-এর সংখ্যা বেড়ে যাচ্ছে৷ একটা Adult  মানবদেহে Cell সংখ্যা কমবেশি ৫০ ট্রিলিয়ন, মানে ৫০,০০০,০০০,০০০,০০০ (পঞ্চাশের পর ১২টি শূন্য)৷ কত বড়  এই সংখ্যা!! এক সেকেণ্ডে এক--- এইভাবে  নিরন্তর দিনরাত গুণে গেলে ৫০ ট্রিলিয়ন সেকেণ্ড লাগবে৷ মানে ১৬ লক্ষ, ৭হাজার, ৫১০ বছর !! শুধুমাত্র একটি  মানবদেহের Cell  গুণতে  এত বছর! এরপরে  ওই Cell - এর মধ্যে আছে লক্ষ লক্ষ অণু পরমাণু, কোটি অতি সূক্ষ্মাতিসূক্ষ্ম কণা৷ সেসব জুড়লে  হয়তো  একটি মানবদেহ অণু-পরমাণু-কণা গুনতে কোটি কোটি বছর  লাগবে৷  কি বিশাল এই স্থূল মানবদেহ!!

এর থেকে লক্ষগুণ  সূক্ষ্ম হল  মনের জগৎ৷ তার থেকেও কোটি কোটি  গুণ সূক্ষ্ম হল অনন্ত  চেতনার  জগৎ৷ বিস্ময়ের  পর বিস্ময়!!

এইসবই আছে  আমাদের ভেতর৷ আমাদের ঐশ্বর্য, সম্পদ, জ্ঞান, সামর্থ্য, শক্তি , বুদ্ধি, বোধ সমন্বিত এই অনন্ত ‘বৃহৎ আমি’কে নমস্কার  করতে শেখো, প্রণত হতে শেখো৷ বিস্ময় থেকে জন্মায় ভয়মিশ্রিত শ্রদ্ধা--- শ্রদ্ধা থেকে আসে বিনম্রতা৷ আবিষ্কার হয় এইভাবে নিজের  মধ্যে সত্যরূপ৷ মানুষের মধ্যে বিশ্বরূপ৷৷