বিশ্বরূপ

লেখক
ব্রহ্মদেব

বর্ষাকালের সন্ধ্যাবেলায় ঝিঝির ডাকে ডাকে

ঝির–ঝিরি–ঝির বৃষ্টি পড়ার টাপুর টুপুর ফাঁকে

ঝিঝি দেখতে দেখতে গিয়ে দেখতে পেলেম যাকে

মন কি আমার সেই ক্ষণেতে খঁুজতে ছিল তাকে?

পরশ আমার গায় তখন শীতল করিয়া যাওয়া

কে সেই মাঝে বইয়েছিল সন্ধ্যাতারার হাওয়া

বৃষ্টি যখন ঝির–ঝিরি–ঝির পড়ছে ফাঁকে ফাঁকে

আমি তখন দেখছি যেন লুকিয়ে থাকা কাকে

তখন আমার বিশ্বরূপ দেখতে গিয়ে পাই

আমার মাঝে আমার আমি তখন যে আর নাই৷