লেখক
শ্রীকাঞ্চন
বিয়ে বাড়ীর খানাপিনা বেজায় হৈ চৈ,
কেউ বলে লুচি আন কেউ বলে দই
এই পাতে মাছ দে কেউ বলে হেঁকে
এই পাতে রাবড়ি দে নতুন হাঁড়ি থেকে৷
এক কোণে দুই প্রভু বসেছেন খেতে
প্রতিযোগী হয়ে তারা উঠেছেন মেতে৷
একজনে খান যদি লুচি দুই ঝুড়ি
আর জন খেয়ে নেন মণ্ডা চার কুড়ি
সবে বলে আরও দাও আনও দেখি দই
রাবড়িটা আনও দেখি সন্দেশটা কই
খেতে খেতে দুই জনে এলিয়ে পড়েন
সবে বলে আরে আরে কি আর খেলেন
হেনকালে মার মার সদরের কাছে
কেঁদে উঠে ভিখারিটা পলাইয়া বাঁচে৷
- Log in to post comments