বজবজ ভাগাড় কান্ডের ছায়া সারা দেশ জুড়ে

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

বজবজের  ভাগাড় কান্ডের  অদৃশ্য দানবের  দেখা মিলেছে রাজ্যের বিভিন্নস্থানে, এমনকি  এ রাজ্য পেরিয়ে সুদূর চেন্নাই পর্যন্ত এর  গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে৷ অভিজ্ঞ মহলের ধারণা এই দানবের রাজত্ব চলছে  সারা দেশ জুড়ে৷

বজবজ ভাগাড় থেকে মৃত গোরু, ভেড়া, কুকুর, বেড়ালের পচা মাংস হোটেল-রেস্তোরাঁয়  পাচারের ঘটনা ধরা পড়ার পর ব্যাপক পুলিশী তদন্ত যতই এগুচ্ছে ততই সত্যিই কেঁচো খুড়তে বিষধর  সমস্ত  সাপের  দেখা মিলছে৷

ধৃত এই মৃত পশুমাংস পাচারের চক্রের কিংপিনকে সঙ্গে নিয়ে  পুলিশ রাজাবাজার, ট্যাংরা, টিটাগড়, কাঁকিনাড়া, জগদ্দল, কল্যাণী প্রভৃতি স্থানে  অভিযান চালিয়ে  এই চক্রের ৬জনকে গ্রেফতার করে৷ শুধু তাই নয়, কলকাতার রাজাবাজারে বিশাল এক অত্যাধুনিক হিমঘরেরও সন্ধান পাওয়া যায় যেখানে এক হাজার প্যাকেটে ২০টন রাসায়নিক মেশানো  মৃত পশু মাংস পাওয়া যায়৷ জানা গেছে,  কলকাতায় বিভিন্ন হোটেল  ও রেস্তোরাঁয়  নিয়মিত  এখান থেকে  এই ভাগাড়ের  পচা মাংস  রাসায়নিক মিলিয়ে  সুস্বাদু করে পাঠানো হ’ত৷

আরও জানা যাচ্ছে,  ভাগাড়ের এই পচা মাংস  থেকেই অত্যাধুনিক উপায়ে নামী দামী কোম্পানীর স্যান্ডউইচ, প্যাটিস, বার্গার, সালামি বা সসেজ প্রভৃতি  তথাকথিত অভিজাত খাবার  তৈরী হ’ত৷ রাজা বাজারের হিমঘর থেকে একাধিক  নামী ব্রান্ডের  কোম্পানীর  সাইনবোর্ডও  পাওয়া গিয়েছিল৷ জানা যাচ্ছে, বছরের  পর বছর  ধরে এইসব  নামী ব্রান্ডের  খাবারের সঙ্গে এই সব পচামাংস  সরবরাহ  করা হচ্ছিল৷ জানা যাচ্ছে, এই মাংস চেন্নাইয়েও  সরবরাহ  করা হ’ত৷ বজ বজ ভাগাড় কান্ডের সঙ্গে  জড়িত থাকার  অভিযোগে পুলিশ তাদের গ্রেফতার  করেছে৷