লেখক
সাগরিকা বিশ্বাস
বদ্ধ ঘরে বন্দী এক সবুজ তাজা পাখি৷
আটকা পড়ে ওই সে ঘরে করছে ডাকাডাকি৷৷
উড়তো পাখি আকাশ পানে সবুজ পাখা মেলে৷
হারিয়ে যেতো কোন সুদুরে বাসনা মনে হলে৷৷
প্রাণ খুলে সে গাইত গান বলতো নানান কথা৷
প্রকৃতি মাঝে থেকে পাখি ভুলতো সকল ব্যথা৷৷
যেদিন সে বন্দী হল সোনার খাঁচা ঘরে৷
হারিয়ে গেল স্বাধীনতা হঠাৎ এক পলে৷৷
আকাশ ছোঁয়ার স্বপ্ণ তার হল যে ধোঁয়াশা৷
শেষ হল এক নিমেষে রঙীন যত আশা৷৷
বদ্ধ ঘরে বন্দী পাখী হারাল সব কিছু ৷
বাঁধল জীবন সোনার তারে রইল না আর কিছু৷৷
- Log in to post comments