লেখক
বাসনা বিশ্বাস
বন্ধু তুমি পরম বন্ধু,
থাকো আমার সাথে৷
দুঃখের রাতে সুখের দিনে
আনন্দ প্রভাতে৷
যখন আমি একা একা
হারিয়ে ফেলি দিশা৷
ছদ্মবেশে বন্ধু সেজে
ঘুচাও যে দুর্দশা৷
মায়ার ডালে বদ্ধ হয়ে
যখন তোমায় ভুলে থাকি
ধুলো খেলা দিয়ে আমায়
ভুলিয়ে রাখো নাকি?
ঝড়–তুফানে গহন বনে –
দুঃখের নিশি রাতে–
তোমার পরশ পাইগো আমি
নীরব নিভৃতে৷
দুঃখের রাতে তোমার সাথে
ক্ষণিক অনুভবে
তোমার পরশ পাই যে আমি
হূদয় আবেগে৷
চোখের জলে বুক ভেসে যায়
পেলে তোমার ছোঁয়া৷
দুঃখ মাঝে আনন্দ পাই
কাটে ভবের মায়া৷
মাঝে মাঝে কৃপা করে
দুঃখ দিও প্রভু
দুঃখের বাতি জ্বেলে তোমার
আরতি করিব৷
- Log in to post comments