সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৪ঠা জুন গোয়ালবাথানের বিশিষ্ট আনন্দমার্গী শ্রী বীরেন বৈদ্যের বাসভবনে ৩ঘন্টা ব্যাপী ‘ৰাৰা নাম কেবলম্’ অখন্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে বারাসাত, নিউব্যারাকপুর, বনগাঁ গোয়ালবাথান প্রভৃতি এলাকার আনন্দমার্গীরা যোগদান করেন৷ কীর্ত্তনের শেষে মিলিত সাধনান্তে স্বাধ্যায় করেন আচার্য প্রমথেশানন্দ অবধূত৷ আচার্য তন্ময়ানন্দ অবধূত বলেন, আধ্যাত্মিক সাধনা কীর্ত্তন মানুষের জীবনকে তার যথার্থ লক্ষ্যের পথে পরিচালানো করে ও মানুষ পরম পুরুষের কৃপা লাভ করে৷ জেলার ভুক্তি প্রধান শ্রী সন্তোষ বিশ্বাস মার্গের বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনা করেন৷
অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত পরিবেশন ও কীর্ত্তন পরিচালনা করেছেন অবধূতিকা আনন্দ মনোময়া আচার্র্য, হরলাল হাজারী ও কুমুদ দাস৷ কীর্ত্তনান্তে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়৷