বর্ধমানে আনন্দমার্গের নোতুন স্কুল ভবন নির্র্মণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 গত ২৪শে জুলাই বর্ধমান জেলার নওপাড়ায় আনন্দমার্গ সুকলের নোতুন ভবনের উদ্বোধন  করা হয়েছে৷ যদিও ২ বছর আগে স্কুলটি খোলা হয়েছে ও এতদিন স্কুলটি ভাড়া বাড়ীতে চলছিল ৷ এরপর স্কুল  কমিটির সেক্রেটারী প্রকাশ সাহা ও অন্যান্যদের সহযোগিতায়, সুকলের প্রিন্সিপ্যাল  অবধূতিকা  আনন্দপ্রীতিসুধা আচার্যার  আপ্রাণ প্রচেষ্টায় স্কুল ভবনটির নির্র্মণ সম্ভব হয়৷ এদিকে সুকলের উদ্বোধন করেন অবধূতিকা আনন্দ করুণা আচার্যা৷ অবধূতিকা আনন্দ বিশোকা আচার্যাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠানের শুরুতে সকাল ৯-৩০ থেকে তিন ঘন্টা অখন্ডকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনের পর হরিপরিমন্ডল গোষ্ঠীর প্রধান আচার্য-পরিতোষানন্দ অবধূত কীর্ত্তন মহিমার ওপর বক্তব্য রাখেন৷

এই স্কুলভবনটির জন্যে জমিদান করেছেন অসিত গড়াই, শ্রীমতী প্রতিমা গড়াই প্রমুখ৷