ব্রহ্ম

লেখক
নিউটন বিশ্বাস

মায়ার বাঁধন কাঁদে, মৃত্যু নদী খেয়া পারাপারে

জীবনের ভেলাখানি ভাসে দুঃখ বেদনার তীরে

সাধন সঞ্চয় কেবা ধরে রাখে কামনার ভীড়ে,

নিত্যব্রত শুদ্ধ সাধনার বেদী থাকে একধারে৷

নিয়তির দাসখত লিখে রাখে সব ইতিহাস

কোন পাপ-পুণ্যে জন্ম-মৃত্যু গঙ্গাপুত্র কুন্তী-কর্ণ

অবিনশ্বর আত্মার মূর্ত্তি নিয়ত বিভক্ত বর্ণ

যুক্তিহীন মুক্তির মহিমা জীবনে ক্রীতদাস৷

কলঙ্কের কালিঘাটে ঊলুধবনি পিতৃহীন রাধা

পরাশর বীর্য্যে বেদব্যাস অন্ধ সাধনে গান্ধারী

কুরুক্ষেত্রে শরশয্যা মায়াজাল রেখেছে বিস্তারি.....

জন্মান্তরের বেদনা কোন অচেনা শিকলে বাঁধা

বেদান্তের ইতিকথা সনাতন সাধনার বেদী

জাতিশ্বর ঈশ্বর আমি এসেছি স্বর্গ-মর্ত্য ভেদি৷