বর্তমানে জ্বরের ৪% ডেঙ্গু

সংবাদদাতা
পি.এন.এ
সময়

গত ১৩ই নভেম্বর নাইসেড (ন্যাশন্যাল ইনষ্টিটিউট অফ কলেরা এ্যান্ড এন্টেরিক ডিজিজেস) প্রদত্ত এক তথ্যে প্রকাশ পেয়েছে, ২০১৭ সালে এরাজ্যে জ্বরে আক্রান্ত ৭,৭১২ টি রোগীর রক্তের নমুনা তাঁরা পরীক্ষা করেছেন, তারমধ্যে ৩৯.৫% রোগীর দেহে ডেঙ্গুর মারাত্মক প্রজাতি ডেং-২ ও ডেং ৪ এর -জীবাণু পাওয়া গেছে৷

প্যাথলজির বিশেষজ্ঞদের মত এত বেশি শতাংশ রোগীর দেহে  ডেঙ্গুর জীবাণু পাওয়া মানে পরিস্থিতি উদ্বেগজনক৷

প্যাথলজি বিষয়ে  এক প্রবীণ  বিশেষজ্ঞ সুবীর দত্ত বলেন, প্রতিদিন  জ্বরাক্রান্তদের রক্তের যে নমুনা আসে তাতে দেখা যায় ১০-১৫ শতাংশের বেশী ডেঙ্গুর জীবাণু মেলে না৷ সেখানে যদি ৪% ডেঙ্গুর জীবাণু মেলে  তাহলে পরিস্থিতি যে ভয়াবহ তা সহজেই অনুমেয়৷  তাই এ ব্যাপারে সবাইকে খুব বেশি মাত্রায় সচেতন হতে হবে৷