ব্যাঙ্ক, মোবাইল, গ্যাসের ক্ষেত্রে   আধারের  প্রয়োজন নেই

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গত ২৬ শে সেপ্টেম্বর আধার কার্ড  সম্পর্কিত  সুপ্রিমকোর্টের রায়ে  জানানো হয়েছে, এখন থেকে  ব্যাঙ্ক এ্যাকাউন্টের  ক্ষেত্রে  ও মোবাইলে  নূতন  সিম কার্ড  কেনার ক্ষেত্রে  আধার  কার্ডের  প্রয়োজন  হবে না৷

তবে প্যান কার্ডের সঙ্গে ও আয়কর রিটার্নের ক্ষেত্রে  আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক৷ কিন্তু যাবতীয় উন্নয়ন  প্রকল্পে ও সরকারী  ভরতুকি  পেতে আধার কার্ডের  প্রয়োজন হবে না৷ স্কুলে ভর্তির  ক্ষেত্রেও আধার কার্ড লাগবে না৷ নিট (ন্যাশানাল  এলিজিবিলিটি)  পরীক্ষায়ও আধার কার্ড  বাধ্যতামূলক  নয়৷  সি.বি.এস.ই (সেণ্ট্রাল বোর্ড অব সেকেণ্ডারী এডুকেশন)-এর  ক্ষেত্রেও আধার কার্ড লাগবে না৷ আধার  নিয়ে  সারা দেশুজুড়ে অসন্তোষ  ও বিতর্ক  চলছিল৷ এ নিয়ে  সুপ্রিম কোর্টে মোট ২৭ টি  মামালাও  দায়ের  করা হয়েছিল৷ সমস্ত  মামলাকে  একত্রিত  করে  ৩৮ দিন শুনানির  পর ২৬ শে সেপ্টেম্বর আধার সম্পর্কিত এই চূড়ান্ত রায় দিলেন ভারতের সর্বোচ্চ আদালত৷