ব্যারাকপুর ঃ ৮ই ফেব্রুয়ারী ১৯৮২ সালে মহাসম্ভূতি শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ব্যারাকপুর বাচস্পতিপাড়া আনন্দমার্গ সুকল পরিদর্শনে গিয়েছিলেন৷ এই উপলক্ষ্যে প্রতিবছরই এই দিনটিকে মার্গগুরুদেবের শুভ পদার্পণ দিবস হিসেবে এখানকার আনন্দমার্গীরা ভক্তিবিনম্র চিত্তে পালন করে আসছেন৷
তাই গত ৮ই ফেব্রুয়ারী সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত অখণ্ড ‘বাবা নাম কেবলম্’ নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই সংকীর্ত্তন পরিচালনা করেন সুকলের অধ্যক্ষ আচার্য ভাবপ্রকাশানন্দ অবধূত ও পাপিয়া দেব৷ ব্যারাকপুর ও পার্শ্ববর্তী এলাকার আনন্দমার্গীরা এই কীর্ত্তনে যোগদান করেন৷ কীর্ত্তনের পর মিলিত সাধনা ও স্বাধ্যায়ের পর বাবার পদার্পণ দিবসের স্মৃতিচারণ করেন তৎকালীন আনন্দমার্গ সুকলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী দীনেশ বিশ্বাস৷ এরপর ভুক্তিপ্রধান সন্তোষ বিশ্বাস ও ইয়ূনিট সেক্রেটারী প্রকাশ সাহা বক্তব্য রাখেন৷ শ্রী সাহা তঁার বক্তব্যে বলেন, সাধনা জগতে তিন মার্গের কথা বলা হয়৷ জ্ঞানযোগ, কর্মযোগ ও ভক্তিযোগ৷ এর মধ্যে ভক্তিযোগকেই ‘বাবা’ সর্বোৎকৃষ্ঠ বলেছেন৷ বাবা বরাবরই বলেছেন, পরমপুরুষের প্রতি ভক্তিটাই সবচেয়ে বড় কথা৷ পরমপুরুষের প্রতি আত্মসমর্পণ করেই তাঁর কাজ ভেবেই জগতের কল্যাণ করে যেতে হবে৷ তিনি বলেন, এর পরের বছর থেকে এদিন বারো ঘণ্টা কীর্ত্তনের আয়োজন করা হবে৷ আলোচনা শেষে সবাই মিলিতভাবে প্রসাদ গ্রহণ করেন৷