ভাগাড়কান্ডে  পুলিশ ৯০ দিনেও চার্জশিট  দিল না

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আমাদের দেশের আইন কত দুর্বল ---তার প্রকৃষ্ট  উদাহরণ হ’ল, ভাগাড় কাণ্ডের  অপরাধীদের   বিরুদ্ধে ৯০ দিনেও পুলিশ চার্জশিট দাখিল করতে পারল না৷ তার ফলে সহজেই ধৃতরা  জামিন পেয়ে যাবে৷ কেননা, আমাদের দেশের আইনেই বলা হয়েছে, ৯০ দিনের মধ্যে পুলিশ চার্জশিট দিতে না পারলে  অভিযুক্তদের বিরুদ্ধে যত বড় অপরাধের  অভিযোগ  থাকুক না কেন তারা সহজেই  জামিন পেয়ে যাবে৷ তারপর তো জামিনে  মুক্ত হয়ে তারা স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারবে৷ তারপর মামলা তো কোর্টে চলবে বছরের পর বছর ধরে৷ কবে ওই মামলার রায় বেরুবে তা অনিশ্চিত৷ তারপর তো টাকার  খেলা আছেই৷

 তাই, ভাগাড়ের মরা গোরু, কুকুর, বেড়াল প্রভৃতির পচামাংস বিভিন্ন হোটেলে-রেষ্টুরেন্টে দেদার সরবরাহ করার মত মারাত্মক অপরাধ করেও  অপরাধীদের  উপযুক্ত  সাজা হবার আশা  জনসাধারণ করছে না৷