সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
ত্রিপুরার বিধানসভা নির্বাচনে সিপিএমের ভরাডুবির পর, দীর্ঘ ২৫ বছর ধরে সিপিএমের অপশাসনে ও অত্যাচারে যাদের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল, এখন সেই ক্ষোভের প্রকাশ ঘটছে এখানে ওখানে৷
ত্রিপুরার বিভিন্ন স্থানে সিপিএমের অফিস ভাঙচুর, অগ্ণিসংযোগ প্রভৃতি জনসাধারণের সেই ক্ষোভেরই প্রকাশ৷ সেই ক্ষোভের প্রকাশে দেখা গেল, গত ২রা মার্চ বিলোনিয়ায় ও গত ৬ই মার্চ সাব্রুমে লেনিনের মূর্ত্তি ভাঙ্গা হয়েছে৷ বুলডেজার দিয়ে লেনিনের মূর্ত্তিকে মাটি থেকে উপড়ে দেবার ঘটনা ঘটেছে৷
স্বাভাবিকভাবেই এর বিরুদ্ধে এ রাজ্যেও সিপিএম প্রতিবাদ মিছিল করেছে৷ আসলে এটা যে সিপিএমের খুন-খারাপি ও অত্যাচারের স্বাভাবিক বহিঃপ্রকাশ এটা তাঁরা স্বীকার করতে চান না৷