ঃ বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে মাঠে নামছে শ্রীলঙ্কা ওভাল ক্রিকেট গ্রাউণ্ডে৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্রীলঙ্কার তরুণ ব্রিগেড জয় ছিনিয়ে আনতে পারেনি৷ এদিকে ভারত আবার পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে৷ এই অবস্থায় গোদের ওপর বিষফোঁড়া৷ অ্যাঞ্জেলো ম্যাথুজ পুরোপুরি ফিট নন৷ দুই ম্যাচ নির্বাসিত উপল তরঙ্গা৷ এই অবস্থায় নামছে শ্রীলঙ্কা ভারতের বিরুদ্ধে৷ তাদের টিঁকে থাকার লড়াই আর ভারত জিতলেই সেমিফাইনালের টিকিট পেয়ে যাবে৷ সুতরাং রুদ্ধশ্বাস ম্যাচ হবে এই আশা রাখেন প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক৷ তাঁর মতে ভারত এখন শুধু ব্যাটিংয়ে শক্তিশালী নয়, বোলিঃয়েও ভারতের বৈচিত্র্য এসেছে৷ আগে স্পিন অ্যাটাক দ্বারা বিপক্ষকে চাপে ফেলার কৌশল ছিল ভারতের৷ এখন ভারতের চারজন ভাল পেসার রয়েছেন৷ তাঁরা যেকোন ব্যাটসম্যানের মাথাব্যথার কারণ হচ্ছেন৷ সুতরাং পরিস্থিতি অনুযায়ী ভাল ব্যাটিং, বোলিং ও অবশ্যই ফিল্ডিং ভারতের বিরুদ্ধে মাঠে বজায় রাখতে হবে৷ নাহলে কিন্তু বিরাটরা-উমেশরা ভয়ঙ্কর হয়ে উঠবেন৷
সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়