সম্প্রতি চতুর্থে টেস্টে ৬০ রানে ভারতকে হারিয়ে সিরিজ পকেটে পুরেছে
ইংল্যাণ্ড দল৷ পুজারা-কোহলির লড়াই দলকে হাসি ফোটাতে পারেনি৷ পেস সহায়ক পিচ বানিয়ে ভারতকে ব্যাকফুটে ঠেলে জয় ছিনিয়ে নিল ইংল্যাণ্ড ক্রিকেট দল৷ আর ভারতের বিরুদ্ধে নিজেদের মাঠে ইংল্যাণ্ডের এই জয়কে ‘মধুর জয়’ বললেন ইংল্যাণ্ড কোচ ট্রেভর বেইলিস৷ কথায় কথায় অ্যাসেজ জয়ের মত ‘বড় জয়’ বলে অ্যালিষ্টার কুকের দলকে সেরা আসনে বসাতে চাইলেন তিনি৷ আসলে নিজেদের মাঠে, নিজেদের খেলোয়াড়দের সুবিধামত পিচ বানিয়ে, ব্রিটিশ মিডিয়াকে পাশে নিয়ে ভারতীয় খেলোয়াড়দের চাপে রেখে ফিফটি-ফিফটি ম্যাচ নিজেদের অনুকূলে আনতে সফল হয়েছেন তিনি৷ এর অর্থ এই নয় মাঠে ইংল্যাণ্ড খেলোয়াড়রা ব্যাটে-বলে ভারতকে টেক্কা দেননি৷ খেলার ফল তো বলেই দিচ্ছে স্যুইং পিচে ভারতীয়
ব্যাটসম্যানরা তেমনভাবে বিপক্ষ বোলারদের মোকাবিলা করতে পারেননি৷ তাই হারতে হয়েছে ভারতকে৷ পঞ্চম টেষ্ট শুরু হওয়ার আগে তাই ইংল্যাণ্ড কোচ বারবারই মন্তব্য করছেন---ভারত এক নম্বর দল ভারতকে আমরা হারালাম৷ আরও যোগ করলেন যে এই জয় অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যাণ্ডের অ্যাসেজ জয় করার মত৷ যাইহোক ভারতকে এখন নিজেদের ব্যর্থতাগুলো কাটিয়ে লড়াই করে যেতে হবে৷ আগামী দিনে এই সিরিজের পরাজয় থেকে শিক্ষা নিয়ে ভারত আবার স্বমহিমায় ক্রিকেট মাঠে নিজেদের জাত চেনাবে এই আশায় ভারতীয় ক্রিকেট মহল৷