সংবাদদাতা
পি.এন.এ,
সময়
গত ২৫ শে জুলাই ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন রামনাথ কোবিন্দ৷ শপথ গ্রহণ অনুষ্ঠান হল সংসদের সেন্ট্রাল হলে৷ শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে.এস.খেহর৷ শপথের পর সদ্য প্রাক্তন হয়ে যাওয়া রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় অগ্রবর্তী হয়ে ছেড়ে দিলেন রাষ্ট্রপতির জন্যে নির্র্ধরিত আসন৷
ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি হিসেবে তাঁর প্রথম ভাষণে কোবিন্দজী বলেন, আমাদের দেশ শান্তির দেশ, বৈচিত্র্যের দেশ৷ আমি ১২৫ কোটি ভারতবাসীরই রাষ্ট্রপতি হয়ে ওঠার চেষ্টা করব৷