ভারতীয় দলে এবার ‘ছোটা সচিন’

সংবাদদাতা
ক্রীড়া সংবাদদাতা
সময়

পৃত্থীসচনি

প্রশংসায় পঞ্চমুখ সকলে ভারতীয় দলের এখনকার সচিন  অর্থাৎ ‘ছোটা সচিন’ পৃথ্বী৷ অনুধর্ব ১৯ এর যুববিশ্বকাপের  একটি ম্যাচে একটি ১৮ বছর বয়সের খেলার প্রদর্শন সকলকে পুরোনো দিনের খেলার কথা মনে করিয়ে দিল৷ কার কথা? আমাদের লিটল্ মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের কথা ১৯৮৯ সালে নবেম্বর মাসে করাচিতে একটি ১৬ বছরে ছেলে যেভাবে খেলেছিল ঠিক সেই ছবিটি যেন আবার সকলের সামনে ভেসে উঠল পৃথ্বীর এই ম্যাচে৷  উইল সাদারল্যাণ্ডের একটা ফুল লেন্থ বলে তাঁর ফুটওয়ার্ক ও ব্যাটের পজিশান দেখে কমেন্ট্রি বক্সে বসে থাকা ইয়ান বিশপ তিনিই বলে উঠলেন ‘‘দ্যাট ইস তেন্ডুলকর’’  টিভিতে পৃথ্বীর মুখটা ঠিকভাবে দেখা না গেলেও  বুঝতে অসুবিধা হচ্ছিল না যে কে খেলছে? ইনি হলে নতুন প্রজন্মের সচিত তেন্ডুলকর পৃথ্বী৷

মুম্বাই লোকালে ধাক্কা খাওয়া পৃথ্বী হঠাৎ করে কেমন যুববিশ্বকাপের ভারতীয় দলের অধিনায়ক হয়ে গেল৷  ছোট বেলায় তাঁর বাবা তাকে মুম্বাই লোকালের ভিড় থেকে বাঁচানোর জন্যে তাঁকে কাঁধে করে ট্রেনে নিয়ে যেতেন ক্রিকেট প্র্যাকটিসের জন্য৷ মনে হচ্ছে তাঁর কষ্টের ফল আজ তিনি ধীরে ধীরে পেতে শুরু করেছেন৷ গত ১৪ই জানুয়ারির ম্যাচে মাত্র ৬ রানের জন্যে তিনি শতরান করতে পারেন নি, কিন্তু তিনি যে আটটা চার ও দু’টো ছয় মেরেছিল এটার জন্যে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়ে গেছে পৃথ্বীকে নিয়ে৷ অনেকে তাঁকে ‘ছোটা সচিন’ বলেও ডাকতে শুরু করেছে৷ কারণ তাঁর খেলার ধরণ সচিনের খেলার ধরণের সাথে অনেকখানি মেল খায়ে৷