ইংল্যাণ্ডে ভারত- পাকিস্তান ম্যাচ দেখে উচ্ছ্বসিত প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন৷ এক সাক্ষাৎকারে আজহার বললেন বিরাটরা যেভাবে পাকিস্তানকে দুরমুশ করল তা অভাবনীয়৷ ব্যাটে ও বলে সব প্ল্যাটফর্মেই ভারত দাপট দেখিয়েছে৷ আজহার বললেন, ভারতের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে ভারত ট্রফি নিয়েই দেশে ফিরবে৷
পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে ব্যাটিং করেছে তাতে প্রাক্তন ভারত অধিনায়ক উচ্ছ্বসিত৷ বললেন---বহুত খুব৷ রোহিত-বিরাট- যুবরাজ-হার্দিকরা অসাধারণ৷ অফ ফর্মে থাকলেও ক্রিজে টিঁকে থেকে নিজেকে মোটিভেট করার ক্ষমতা দেখাল রোহিত, বিরাট৷ প্রথমে কিছুটা অস্বস্তিতে থাকলেও স্লো খেলেই উইকেটে টিঁকে থাকল ওরা৷ তারপর টাচে আসতেই পুষিয়ে নিল আগের ‘ডট’ বলগুলির রান৷ আর হার্দিক পাণ্ডিয়া৷ কেয়া কলিজা হ্যায়৷ শেষ ওভারে ব্যাট করতে এসে পরপর তিন বলে তিনটে ছক্কা৷ মনের জোর কাকে বলে! পাকিস্তানের বিরুদ্ধে খেলার চাপ, আবার বয়সে নবীন৷ চাপমুক্ত হয়ে ক্রিকেটিয় শটে ভারতের রানকে পৌঁছে দিল ৩০০-র গণ্ডিতে৷ আবেগপ্রবণ আজহার বললেন---আমাদের সময় যদি একটা এরকম হার্দিক পাণ্ডিয়া থাকত তবে আরও অনেক ম্যাচ আমরা জিততাম৷ যাই হোক ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দেশে ফিরুক এটাই চাই৷ আশা করি অন্য ম্যাচগুলিতেও ভারতীয় ক্রিকেটাররা বাজিমাত করবে৷