সুপ্রিম কোর্টে ভারতীয় ক্রিকেট বোর্ডের মামলার নোতুন মোড়৷ গত মঙ্গলবারের পর বোর্ডের কর্তারা একটু হলেও স্বস্তিতে আছেন৷ বিচারপতি লোঢা কমিশনের ‘এক রাজ্য একভোট ’ সুপারিশে আগে সায় ছিল সর্বোচ্চ আদালতের এবার তা নিয়ে নোতুন করে বিবেচনা করা হবে বলে জানিয়েছে সুপ্রিমকোর্ট৷ এমনকি এতদিন ধরে রাজ্য ক্রিকেট সংস্থাগুলি প্রতি যে অনমনীয় মনোভাব আদালতের, তাও কিছু নরম হতে শুরু করেছে বলে ওয়াকিবহাল মহলের ধারণা৷
নতুন গঠনতন্ত্রে জাতীয় নির্বাচকদের যোগ্যতা নিয়ে লোঢা কমিশনের সুপারিশও প্রতিফলিত না হতে পারে ইঙ্গিত দিয়েছে আদালত৷ লোঢাদের সুপারিশ ছিল নির্বাচকদের টেষ্ট খেলার অভিজ্ঞতা থাকতে হবে৷ কিন্তু নিয়মে সেই যোগ্যতা শিথিল করা হতে পারে বলে জানা গেছে৷ আদালতের বক্তব্য ছিল ‘যে পদ্মাকর শিভালকর, রাজিন্দার গোয়েলরা কোনও দিন টেষ্ট খেলেননি৷ তবুও তাদের অভিজ্ঞতাই একমাত্র অবলম্বন৷ তাই টেষ্ট খেলাই একমাত্র যোগ্যতা নাও হতে পারে৷
প্রধান বিচারপতি দীপক মিশ্রর বেঞ্চে রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে আগামী ১১মে-এর মধ্যে গঠনতন্ত্র নিয়ে তাদের মতামত দেওয়ার নির্দেশ দেন৷ ওই দিনই পরবর্তী শুনানি হবে৷ সুপ্রিমকোর্ট সাফ জানিয়ে দিয়েছে বোর্ডের গঠনতন্ত্র চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোন রাজ্য সংস্থায় নির্বাচন করা যাবে না৷