ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও কোচের মধ্যে বিবাদ নিয়ে মিডিয়াগুলো খুব মুখরোচক কথাবার্তা ছড়িয়ে দিচ্ছে। আসলে কিছু সংবাদপত্র এ ধরণের খবর করতেই বেশী আগ্রহী। ভারতীয় ক্রিকেট কেমন পারফরম্যান্স করছে, কোথায় আরও উন্নতি দরকার সেসব চুলচেরা বিশ্লেষণ না করে খেলোয়াড়দের সঙ্গে খেলার বাইরে কার কী সম্পর্ক---এসব প্রচার করতেই বেশী আগ্রহী---কথাগুলো বললেন প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার। অনিল কুম্বলে ও বিরাটের মধ্যে প্রচার হওয়া ঝামেলা নিয়ে তিনি বলেছেন---আদৌ বিরাট কুম্বলের মধ্যে কোনও বিবাদ আছে কি না সে ব্যাপারে আমি নিশ্চিত নই। অধিনায়ক বা কোচ সকলেই দলের ভালর জন্যে পরিকল্পনা করেন, পরিকল্পনাকে বাস্তবায়িত করেন। তবে একটা কথা যিনি কোচ হন তিনি যে সময়ে ক্রিকেট খেলেছেন সেই মানসিকতার সঙ্গে বর্তমান খেলোয়াড়দের বা বর্তমান অধিনায়কের মানসিকতা বা চিন্তাধারার মধ্যে ফাঁক থাকতেই পারে। এতে কোন কোন সময় মতের অমিলও হতে পারে। তার মানে এই নয় তাঁদের মধ্যে রাম-রাবনের যুদ্ধ, তাঁরা একে অন্যের শত্রু হয়ে পড়েন। তাছাড়া মতের অমিল হলে অ্যাডভাইসরি কমিটি রয়েছে। সেই কমিটিতে রয়েছেন শচীন তেণ্ডুলকর, সৌরভ, লক্ষ্মণরা। তাঁরা হৃদয় দিয়ে ভারতীয় ক্রিকেটকে ভালসবাসেন। তাঁরা কুম্বলের সঙ্গে খেলেওছেন। তাই তাঁদের কথা, পরামর্শ মন দিয়ে শুণবেন কুম্বলে ও কোহলি এতে সমস্যা মিটে যাবেই।
একথা ভুললে চলবে না কোচ হিসেবে কুম্বলে ভাল কাজ করছেন। ভারতীয় ক্রিকেট দলের গত এক বছরের পারফরম্যান্স দেখলেই তা বোঝা যায়। গাভাসকার মনে করেন কোচ বা অধিনায়ক দুজনই চান দল ভাল খেলুক, জিতুক, দেশের সম্মানু বাড়ুক। আসলে কিছু নিন্দুক খেলাটাকে মাঠের বাইরে নিয়ে যেতে চান। এটাই তাদের কাজ। আমাদের এসব নিয়ে ভাবলে চলবে না, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত চ্যাম্পিয়ন হোক --- এটাই আমরা চাই।