ভারতীয় ফুটবলের ইতিহাসে স্মরণে রাখার মত ঘটনাটি ঘটাল ভারতীয় যুব দল৷ অনুর্ধ-২০ যুব দল কোটিফ কাপে আর্জেণ্টিনার বিরুদ্ধে মাঠে নেমেছিল৷ এর আগে দু’টি ম্যাচে হার ও ভেনেজুয়েলার বিরুদ্ধে ড্র করেছিল ভারত৷ এই ম্যাচটি ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল৷ ধারে-ভারে এগিয়ে বিপক্ষ আর্জেণ্টিনা৷ প্রায় সকলেরই জানা ছিল ভারতের হার নিশ্চিত এই ম্যাচে৷ কিন্তু ভারতের তরুণ খেলোয়াড়রা লড়াই করার সংকল্প নিয়েই মাঠে নেমেছিলেন৷ কিক-অফের পরেই ম্যাচের চতুর্থ মিনিটে কর্ণার পায় ভারত৷ সামান্য ভুল করেছিল আর্জেণ্টিনার গোলরক্ষক৷ তার হাত ফসকে বল আসে দীপকের মাথায়৷ সঙ্গে সঙ্গে জোড়াল হেডে বল জড়িয়ে দেন দীপক৷ এগিয়ে যাওয়ার পর ভারতের কোচ ফ্লয়েড পিণ্টো রক্ষণাত্মক স্ট্র্যটেজি নেননি৷ ভারত তখন ব্যবধান বাড়াবার নেশায় বারবার আক্রমণ শানাতে থাকে৷ দ্বিতীয়ার্ধের শুরুতেই অধিনায়ক আমরজিত সিংয়ের সাজানো বল আনোয়ার গোলে ঠেলতে ব্যর্থ হন৷ দশ মিনিট পরেই অভিষেক লাল বাজে ফাউল করে লাল কার্ড দেখেন৷ দশ জন হয়ে যায় ভারত৷ সেই সময় আর্জেণ্টিনার খেলোয়াড়রা মুহুর্মুহু আক্রমণ শানাতে থাকে৷ তবে ভারতের গোলরক্ষক প্রভসুখান গিল বেশ কয়েকবার পতন রোধ করেন৷ খেলার ৬৪ মিনিটে রশিদ আলিকে ফাউল করায় ফ্রি-কিক পায় ভারত৷ আনোয়ার আলির দুরন্ত ফ্রি-কিক গোলপোস্টের ধারে লেগে বিপক্ষের জালে জড়িয়ে যায়৷ এরপর একটি গোল করে আর্জেণ্টিনা৷ কিন্তু সমতায় ফিরতে পারেনি তারা৷ ভারতের ১০ জন তরুণ দারুণ লড়ে জয় ছিনিয়ে নেয়৷ শক্তিশালী দলের বিরুদ্ধে ভাল খেলার মানসিকতা নিয়ে মাঠে নামলে ফল অবশ্যই ভাল হবে৷ এই জয় হয়ত ভারতীয় ফুটবল দলকে কয়েক ধাপ এগিয়ে দেবে না কিন্তু উৎসাহ, উদ্দীপনা আর চেষ্টার দ্বারা ভারতীয় ফুটবল দলও এগিয়ে যেতে পারে সে স্বপ্ণ দেখাল ভারতের এই তরুণ ব্রিগেড৷
সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়