সংবাদদাতা
পি.এন.এ.
সময়
গত ২৪শে সেপ্টেম্বর সকাল সাড়ে ন’টায় কাকদ্বীপের কালনাগিনী নদীর ওপর নির্মীয়মান সেতু ভেঙ্গে পড়েছে৷ কাকদ্বীপ পশ্চিম ষ্টীমার ঘাট এলাকায় এই সেতুটি তৈরী হচ্ছিল৷ এই সেতুটি নির্মাণের দায়িত্ব ছিল সুন্দরবন উন্নয়ন পর্ষদের ওপর৷ সেতুটি ভেঙ্গে পড়ার সময় আশেপাশে কেউ ছিল না৷ তাই কেউ হতাহত হয়নি৷ গঙ্গাসাগর মেলায় যাবার পথে এই সেতুটি নির্মিত হচ্ছিল৷ অভিযোগ উঠেছে, বিভাগীয় ইঞ্জিনিয়রের পরামর্শ ছাড়া সেতুর তিনটি গার্ডারের সাপোর্ট খুলে দেওয়াই এই দুর্ঘটনার কারণ৷ তাছাড়া নিম্নমানের মালমশলা দেওয়ার অভিযোগও উঠছে৷