সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
লন্ডন ঃ পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহে প্রাণীর সম্ভাবনা নিয়ে মানুষের মনে, বিশেষ করে বৈজ্ঞানিকদের মনে নানান প্রশ্ণ৷ এ নিয়ে নিরন্তর গবেষণা চলছে৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পক্ষে শ্যাম লেভিন জানাচ্ছেন, অন্ততঃ ১০০-র বেশি গ্রহের খোঁজ পাওয়া গেছে, যেগুলোতে প্রাণী এমনকি মানুষের আকারের প্রাণী থাকার সম্ভাবনা আছে৷ বিবর্তন তত্ত্ব ও ডি .এন .এ তত্ত্বকে ধরেই তাঁরা এই গবেষণা করছেন৷