ভলেণ্টিয়ার্স সোশ্যাল সার্ভিস ক্যাম্প

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৫ থেকে ৭ই অক্টোবর ত্রিপুরার মাছমারা আনন্দমার্গ স্কুল প্রাঙ্গণে ভলেণ্টিয়ার্স সোশ্যাল সার্ভিসের উদ্যোগে তিন দিন ব্যাপী একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়৷ এই প্রশিক্ষণ শিবিরে দেড় শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন৷ প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত প্রবোধ নন্দী, অর্জুন কুমার কইরি, আচার্য সুতীর্থানন্দ অবধূত৷ শিবিরে যোগ সাধনা, যোগাসন অভ্যাস, ক্যারাটে শিক্ষা, আদর্শ চরিত্র গঠনের জন্যে শিক্ষা দেওয়া হয়৷ এই শিবিরকে কেন্দ্র করে পেঁচারথল অগ্ণি নির্বাপক ষ্টেশনের কর্মীরা স্বেচ্ছাসেবকদের অগ্ণি নির্বাপনের বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ দেন৷ প্রথমদিন স্বেচ্ছসেবকদের নিয়ে মাছমারা বাজারে একটি শোভাযাত্রা বের হয় যা এই এলাকার মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করে৷ শিবিরের শেষ দিন মাছমারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রায় শতাধিক রোগীকে ফল বিতরণ করা হয় ও স্বাস্থ্যকেন্দ্রে সাফাই অভিযানও চালানো হয়৷ এই প্রশিক্ষণ শিবিরটি পরিচালনার দায়িত্বে ছিলেন আচার্য গুরুধ্যানানন্দ অবধূত ও আচার্য সর্বজয়ানন্দ অবধূত৷