কেন্দ্রীয় সরকারের খেল ইন্ডিয়া অনুধর্ব-১৭ স্কুল গেমস প্রতিযোগিতায় ভলিবলে চ্যাম্পিয়ন হল বাংলার মেয়েরা৷ গোটা প্রতিযোগিতায় মাত্র একটি সেট হেরেছিল বাংলার মেয়েরা৷ সেটা সেমিফাইনালে৷ এছাড়া গ্রুপ লিগ থেকে ফাইনালে সবেতেই স্ট্রেট সেটে বাজিমাত করেছিল দেবাংশী তেওয়ারি, তিথি ধাড়া, দিশা ঘোষেরা৷ ওই প্রতিযোগিতায় মোট দল ছিল ৮টি৷ তাদের দু’টি গ্রুপে ভাগ করে লিগ পর্র্যয়ের খেলা হয়৷ সেখানে পঞ্জাব, দিল্লি ও উত্তরপ্রদেশকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলা৷ সেমিফাইনালে বাংলা ৩-১ সেটে গুজরাতকে হারিয়েই ফাইনালে পৌঁছয়৷ এই ম্যাচেই প্রথম সেট হারতে হয়েছিল গুজরাতের কাছে৷ পরের তিনটি সেট খুব সহজেই জিতে নিয়েছিল বাংলায় মেয়েরা৷
ফাইনালে প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়৷ ওই সেট ২৮-১৬ পয়েন্টের ব্যবধানে বাংলা জেতে৷ দ্বিতীয় ও তৃতীয় সেটে মহারাষ্ট্রের মেয়েদের দাঁড়াতেই দেয়নি বাংলা মেয়েরা৷ শেষ পর্যন্ত দেড়ঘন্টারও কম সময়ে কিশোর মালাকারের প্রশিক্ষণে থাকা বাংলার মেয়েরা জিতল ২৮-২৬,২৫-১৮,২৫-১০ পয়েন্টের ব্যবধানে৷