চাউলধরিয়া আনন্দমার্গ স্কুলে সাংস্তৃতিক অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 গত ২৪শে মার্চ বাগনানের চালিধাউরিয়া আনন্দমার্গ স্কুলে সাংস্তৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ প্রভাতসঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়৷ তারপর অনুষ্ঠানের সভাপতিও বিশেষ অতিথিদের মঞ্চে বরণ করে নেওয়া হয়৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রধান অতিথি ছিলেন আচার্য নির্মলশিবানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ বিশোকা আচার্যা৷ তাঁরা শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রতিকৃতিতে মাল্যার্পণ করেন৷ অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রাদের দিয়ে বিভিন্ন রাইমস্, প্রভাতসঙ্গীত, নৃত্য ও প্রভাত সঙ্গীত পরিবেশন করা হয়৷ সবশেষে ‘সোনার স্বপন’ নৃত্যনাট্যটি স্কুলের ছাত্রছাত্রারা পরিবেশন করে৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ রূপলীনা আচার্যা ও সহ শিক্ষিকাবৃন্দ৷