চেনা মেজাজে ক্রিস গেইলl সব রেকর্ড ভেঙে ২৩-তম সেঞ্চুরী - নিশ্চিত করলেন ২০১৯-এর বিশ্বকাপ লেখার ছাড়পত্র

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

২০১৯ বিশ্বকাপে ওয়েষ্ট ইণ্ডিজ   অংশগ্রহণ করবে কি না সেই প্রশ্ণ ছিল৷ ক্রিস গেইলের হাত ধরে গুরুত্বপূর্ণ সেই হার্ডলস্টি Sports2অবলীলায় পার হয়ে গেল ক্যারিবিয়ানরা৷ সম্প্রতি আরব আমীরশাহীর বিপক্ষে ব্যাট হাতে নেমে আরবের দলটিকে দুরমুশ করলেন ক্রিস৷ আসলে যে দিনটা ক্রিস গেইলের তা বিপক্ষের কাছে বেশ অস্বস্তিকর৷ আমীরশাহীর বিরুদ্ধে চেনা মেজাজের খেলা ধরা পড়ল ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেইলের৷ জীবনের ২৩-তম সেঞ্চুরিটা করেই ফেললেন৷ এর জন্যে তাঁকে খেলতে হ’ল ৭৩ টি বল৷ ৭টি বাউন্ডারি ও ৮টি ওভার বাউন্ডারি মেরে তিনি এই সেঞ্চুরীর ইনিংসটিকে সাজান৷ ভাঙলেন সৌরভ গাঙ্গুলী ও তিলকরত্ন দিলশানের রেকর্ড৷ শেষ পর্যন্ত ইমরান হায়দারের বলে তিনি  প্যাভেলিয়নের ফিরে যান৷ তখন তাঁর ব্যাট থেকে এসে গিয়েছে মূল্যবান ১২৩টি রান৷ যার মধ্যে রয়েছে ৭টি বাউন্ডারি ও ১১টি ওভার বাউন্ডারি৷