চিঠির মাধ্যমে কোচ বদল চেয়ে প্রতিবাদ জানাল বাঙলার দুই মহিলা জিমন্যাস্ট

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

ভারতীয় জিমন্যাসটিক্সের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটে গেল গত বৃহস্পতিবার সাইয়ের দফতরে একযোগে চিঠি জমা দিয়ে বাড়ি ফিরে গেলেন বিদ্রোহী চার জিমন্যাস্ট ও দুই কোচ৷ কোচ বদলের দাবীতে বাংলার প্রতিবাদী দুইমেয়ে জিমন্যাস্টের পাশে দাঁড়িয়ে গেলেন বিশ্ব চ্যাম্পিয়শিপের জন্য নির্বাচিত দুই পুরুষ জিমন্যাস্ট ও তাঁদের কোচও ৷ শিবির শেষ হওয়ার কথা ছিল ১৭ অক্টোবর৷ তার পর পুরো যাওয়ার কথা ছিল দোহায়৷

 শিবির শেষ হওয়ার ছয় দিন আগেই অভূতপূর্ব এই পরিস্থিতি তৈরী হওয়ার বাতিল হয়ে গেল দোহাগামী ভারতীয় দলের সফর৷ ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়ানশিপে যোগ দিচ্ছে না ভারতের কোনও দল৷ শেষ মুহূর্তে দল তুলে নেওয়ায় বড় রকমের জরিমানা হতে পারে৷ এ নিয়ে আবার চাপান-উতোর শুরু হয়েছে সাইয়ের সঙ্গে সর্বভারতীয় জিমন্যাস্টিক্স সংস্থার কর্র্তদের৷

সাইয়ের মনোনীত কোচের বদল চেয়ে দু’দিন আগেই রণংদেহি মূর্তি নিয়েছিলেন দোহাগামী মেয়ে দলের দুই জিমন্যাস্ট প্রণতি দাশ ও পাপিয়া দাশ৷ দুই বঙ্গকন্যা চিঠি দিয়ে জানিয়েছিলেন, সাইয়ের নির্র্বচিত কোচ গুরদয়াল সিংহ বাওয়াকে তাঁরা চান না৷ বরং কোচ হিসাবে চান তাঁদের দীর্ঘদিনের কোচ জয়প্রকাশ চক্রবর্তীকে৷ দেশের দুই সেরা জিমন্যাস্ট চিঠিতে লিখেছিলেন , ‘জয় স্যার না গেলে আমরা যাব না৷’’ আনন্দবাজারের হাতে চলে আসে সেই গোপন চিঠি৷ জয়নগর ও জলপাইগুড়ির দুই বঙ্গকন্যার সেই বিদ্রোহের খবর প্রকাশিত হওয়ায় তোলপাড় পড়ে যায় দেশ জুড়ে৷ দিল্লির সাই দফতর ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের অফিসাররা দফায় দফায় আলোচনায় বসেন৷ দিল্লিতে ফোন করে জানা গেল, তীব্র চাপের মুখে ঠিক হয় সাইয়ের নির্র্বচিত কোচ একাত্তর বছরের বাওয়াকে বদলে মেয়েরা যে কোচকে চাইছেন, সেই জয়প্রকাশকেই পাঠানো হবে দলের সঙ্গে ৷ সেই চেষ্টা শুরুও হয়৷ কিন্তু নাম পাঠানোর শেষ তারিখ ছিল ৮ই অক্টোবর৷ সেই তারিখ পেরিয়ে যাওয়ায় নোতুন কোচ হিসাবে জয়প্রকাশের নাম নথিভুক্ত করতে পারননি সাই কর্র্তরা ৷ মেয়েরাও অনড় মনোভাব নেন৷

এরকম পরিস্থিতিতে মেয়েদের সমর্থনে এগিয়ে আসেন ছেলেরাও৷ সার্ভিসেসের দুই জিমন্যাস্ট আদিত্য সিংহ রানা ও গৌরব কুমার ছিলেন দোহাগামী দলে৷ তাঁরাও শিবির ছেড়ে দেওয়ার চিঠিতে সই করে দেন৷ এ দিন বিকেলে মুম্বাইগামী ট্রেনে ওঠার আগে দিল্লি স্টেশনে দাঁড়িয়ে ছেলেদের কোচ বি.এল . বাইস্কর বললেন, ‘ মেয়েদের কোচ নির্বাচন নিয়ে খুব বাজে কিছু হল৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপ আমার দুই ছাত্রের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ টুর্র্ণমেন্ট ছিল৷ খুব খারপ হল’’৷

যাঁকে নিয়ে এত বড় ঘটনা সেই মেয়েদের কোচ জয়প্রকাশ এ দিন দিল্লি থেকে ট্রেন ধরেছেন শহকে ফেরার৷ বলছিলেন,‘‘সাইয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত এক কর্র্তর জন্যই এটা হল৷ কয়েকমাস হল দায়িত্ব পেয়েছে৷ এসেই রাজনীতি করে দেশকে ডোবাল৷ অসম্ভব খারাপ লাগছে৷ মেয়েগুলো যেতে পারল না৷ আমাদের সব পরিশ্রম শেষ হল৷’’ জয়প্রকাশবাবুর দুই ছাত্রী আজ শুক্রবার ফেরার ট্রেন ধরবেন৷ প্রণতি বলছিলেন, ‘‘এত কষ্ট করে ট্রায়াল দিয়ে সবাইকে টপকে এক নম্বর হলাম৷ কিন্তু যাওয়াই হল না৷ খারাপ লাগছে৷ কিন্তু কোচ ছাড়া তো যাওয়া যায় না৷ জয়স্যারকে ছাড়া যাব না ঠিক করেই রেখেছিলাম৷’’ আর পাপিয়ার মন্তব্য, ‘‘জীবন প্রথম ভারতীয় দলে সুযোগ পেয়েছিলাম ৷ যাওয়া হল না৷ কষ্ট হচ্ছে ৷ তা সত্ত্বেও বলছি, যিনি আমাদের গুরু সেই জয়স্যার না যেতে পারলে তো গিয়েও লাভ হত না৷’’