সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
চন্দ্রকোণারোডে অবস্থিত আনন্দমার্গ স্কুলে শুক্রবার ছাত্রছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণ উৎসব উদ্যাপিত হয়৷ বৃক্ষের উপকারিতা ও কেন এই বৃক্ষরোপণ উৎসব এ সম্বন্ধে ছাত্রছাত্রাদের বুঝিয়ে বলেন বিদ্যালয়ের টিচার-ইন-চার্জ তরুণ কুমার খাঁন৷ শতাধিক ছাত্রছাত্রার মধ্যে গাছের চারা বিতরণ করা হয় বাড়িতে রোপণ করার জন্য৷ এছাড়াও তাদের হাতে একটি করে প্রচারপত্র তুলে দেওয়া হয়, যাতে গাছের অবদান বিষয়ে উল্লেখ করা আছে৷ সকল শিক্ষক ও অভিভাবকগণের সহযোগিতায় অনুষ্ঠানটি সর্বাঙ্গসুন্দর হয়ে ওঠে৷ এপ্রসঙ্গে উল্লেখ্য রাজ্য সরকারের বন দফতর বৃক্ষের চারা দিয়ে সহযোগিতা করে৷