চোর

লেখক
রামদাস বিশ্বাস

এক যে আছে চোর, চুরি করাই স্বভাব তার৷

কেউ তাকে বাসে না ভালো জোটে না আহার৷

কোন্ কারণে চুরি করে কেউ করেনা খোঁজ

দূর দূর করে তাড়িয়ে দেয় সকলে রোজ রোজ৷

পরণে তার নেইকো পিরহান পেটে নেই ভাত

ঘর নেই দোর নেই রাস্তায় দিনরাত৷

কেউ বোঝে না ব্যথা তার নেই কারো দরদ

ধরা পড়লে পিটুনি খায় কপালে গারদ৷

বিশ্বপিতার এই ধরণী সবার অধিকার

চোরের কেবল নেই অধিকার এ কেমন বিচার!