চতুর্থ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

কলকাতায় চতুর্থ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শেষ হ’ল৷ এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে এবার শিল্পপতিদের পক্ষ থেকে ২,১৯,৯২৫ কোটি টাকার অর্থলগ্ণীর প্রস্তাব এসেছে৷ তাঁর আশা মুকেশ আম্বানির রিলায়েন্স প্রকল্পে এক লক্ষের মত কর্মসংস্থান হবে৷

কিন্তু শিল্পপতিদের দয়ার ওপর নির্ভর করে রাজ্যের বেকার সমস্যার সমাধান যদি হ’ত, তাহলে স্বাধীনতার পর ৭০ বছরে এই সমস্যার সমাধান অনেক আগেই হয়ে যেত৷ প্রকৃতপক্ষে পুঁজিবাদী কাঠামোয় পুঁজিপতিদের অর্থলগ্ণীর মাধ্যমে কোনকালে বেকার সমস্যার সমাধান হবে না৷ রাজ্যে সমবায় আন্দোলনকে জোরদার করে একমাত্র সমবায়ের ভিত্তি ব্যাপক কৃষিভিত্তিক ও কৃষি-সহায়ক শিল্পের প্রসারের মাধ্যমে বেকার সমস্যার সমাধান সম্ভব৷