চুঁচুঁড়া আনন্দমার্গ স্কুলে বসন্তোৎসব

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

চুঁচুঁড়া ঃ বসন্তোৎসবের প্রাক সন্ধ্যায় চুঁচুঁড়া আনন্দমার্গ স্কুলের কচিকাঁচা ছেলেমেয়েরা নৃত্যের তালে তালে নৃত্যের ছন্দে বসন্তবরণে মেতে উঠেছিল৷ অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীতের বসন্তের গান ও নৃত্য, বসন্ত ঋতুকেন্দ্রিক বিভিন্ন কবিতা আবৃত্তি করে ছাত্র-ছাত্রারা৷ এছাড়াও দার্শনিক শ্রী প্রভাতরঞ্জন সরকার রচিত ও সুরারোপিত প্রভাত সঙ্গীতের বসন্ত ঋতুকেন্দ্রিক সঙ্গীত অবলম্বনে নৃত্য সুন্দরভাবে উপস্থাপন করে, যার মধ্যে উল্লেখ্যযোগ্য হ’ল ‘ফাগুন এইসেছে রঙের আগুন নিয়ে’, ‘বসন্ত আজ জাগলো আম্র-মুকুল-বকুল-শিমূল- পারুল পলাশে’৷ উল্লেখযোগ্য ও নৃত্যগুলি সকলের কাছে দৃষ্টি নন্দন হয়৷

অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিচালনা করেন যথাক্রমে তপোময় কুণ্ডু ও পরীক্ষিৎ চক্রবর্তী৷ অনুষ্ঠান সফল করে তুলতে সচেষ্ট ছিলেন রঞ্জন দে বাবাই দাম, অমীয় নন্দী, মানস মণ্ডল প্রমুখ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্নেহময় দত্ত৷