চুঁচুঁড়া আনন্দমার্গ স্কুলে শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্মজয়ন্তী পালন

সংবাদদাতা
স্নেহময় দত্ত
সময়

চুঁচুঁড়া ঃ আনন্দমার্গ দর্শনের প্রবক্তা, নব্যমানবতাবাদী শিক্ষা ব্যবস্থার রূপকার,‘প্রাউট’ তত্ত্বের প্রবক্তা ‘প্রভাত সঙ্গীত’-এর স্রষ্টা  শ্রী প্রভাত রঞ্জন সরকার  তথা শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর ৯৮তম পুণ্য জন্মতিথিতে নূতনের আলো নবভাবে আস্বাদন করতে তাঁরই রচিত ও সুরারোপিত  প্রভাত সঙ্গীতের ডালি নিয়ে অর্ঘ্য প্রদানের আয়োজন করেছিল চুঁচুঁড়া আনন্দমার্গস্কুলের শিক্ষকবৃন্দ৷

এই উপলক্ষ্যে  ২৯শে এপ্রিল  আনন্দপূর্ণিমায় স্কুলের  ছাত্র-ছাত্রাবৃন্দ স্কুল প্রাঙ্গনে  নাচ ও গানের মাধ্যমে  এক মনোজ্ঞ প্রভাত সঙ্গীত সন্ধ্যা উপস্থাপন  করল  অভিভাবক , গুণগ্রাহী ও মার্গের স্থানীয় সাধক-সাধিকাদের  উপস্থিতিতে৷

 ‘জন্মদিনে এই শুভক্ষণে’ এই প্রভাত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়৷ এরপর বিভিন্ন সামাজিক অনুষ্ঠানমূলক, ঋতুপর্র্যয়,  সমাজচেতনামূলক ও সর্র্বেপরি অধ্যাত্ম ভাবধারার প্রভাত সঙ্গীত অবলম্বনে  সঙ্গীত ও নৃত্য সুন্দরভাবে  পরিবেশন  করে উপস্থিত সকলকে ‘প্রাণভরা অপার আনন্দে’ ভরিয়ে তোলে৷

সঙ্গীত পরিচালনা করেন তপোময় কুন্ডু, সহযোগিতা করেন দেবাশীষ ধর৷ নৃত্য পরিচালনা করেন পরীক্ষিৎ চক্রবর্তী৷

অনুষ্ঠানে  শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর জীবন ও আদর্শ সম্পর্কে আলোকপাত করেন হুগলী ভুক্তি প্রধান স্নেহময় দত্ত৷ প্রাউট প্রবক্তার কণিকায় প্রাউট থেকে ‘মানবতা নবচিন্তাধারার চউকাঠে’ পাঠ করে শোনান মিতালী মালা, অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন রঞ্জন দে, মানস মন্ডল, বাবাই দাস, অমিয় নন্দী৷