সংবাদদাতা
পি.এন.এ.
সময়
আজকের দিনে অসমে মানবতা ভুলুণ্ঠিত৷ অসমে মানবতার বুলি আওড়ানো সংঘটনগুলি যেন কুম্ভকর্ণের মত নিদ্রায় আচ্ছন্ন৷ আজ অসমের চারিদিকে নির্র্যতীত, নিষ্পেষিত হিন্দু বাঙালীর করুণ আর্তনাদ৷ অসমের বাঙালীদের পাইকারী হারে নাগরিকত্ব -হীন করে তোলা হচ্ছে৷ বাদ পড়েননি অশীতিপর বৃদ্ধাও৷ নাম মরমীবালা বর্মণ৷ কোকরাঝাড় থানা থেকে ঢিলছোড়া দূরত্বে মোকরাপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা৷ বয়স ৮০-র ঊধের্ব৷ ১৯৬৮ সনের রেশন কার্ডে নাম থাকা সত্ত্বেও তাঁকে বাড়ী থেকে উঠিয়ে এনে সীমান্ত রক্ষী বাহিনী ডিটেনসন ক্যাম্পে ভর্তি করেছে৷ বর্তমানে তাঁর শরীর খুবই খারাপ তাই তাঁকে কোকরাঝাড় অসামরিক চিকিৎসালয়ে ভর্তি করানো হয়েছে৷