ছো–শিল্পীর গল্প

লেখক
পরেশ মুখোপাধ্যায়

নাম তার পুরুলিয়া

পাথরের দেশ৷

উঁচু নীচু মালভূমি

নেই ভূষা বেশ৷৷

                সহজ সরল যত

                মানুষের দল৷

                অল্পেতে সন্তোষ

                হাসি খল্ খল্৷৷

নেই কোন ছল্প্যাঁচ

সদা সংশয়৷

শীর্ণ বুকের তলে

মস্ত হূদয়৷৷

                একদিন সেই দেশে

                ছো–নাচ দেখতে৷

                এল এক বাবু ভায়া

                বাস পুবদেশেতে৷৷

ধামসা মাদল আর

সানাইয়ের শব্দ৷

রঙিন মুখোশ দেখে

সেই বাবু স্তব্ধ৷৷

                নাচ দেখে মশগুল

                পরদিন প্রভাতে৷

                খুশি মনে ছুটে যান

                শিল্পীর সভাতে৷৷

সভা মানে কঁুড়েঘর

খড়ের ছাদন

মাটিতে শিল্পীদল

নিদ্রা মগন৷৷

                রাতে যারা সাজে বীর

                কিম্বা অসুর

                ভাঙা ঘর ভাত নেই

               জীবন বেসুর৷৷