সংবাদদাতা
পি.এন.এ
সময়
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র খবর, চাঁদে এখন এক বেসরকারী অভিযান হতে চলেছে৷ বেসরকারী এ সংস্থাটি হ’ল ‘টিম ইণ্ডাস’৷ এই অভিযানে চাঁদের মাটিতে নামবে একটা ছোট্ট রোবট গাড়ী৷ এর নাম দেওয়া হয়েছে ‘ছোটি সি আশা’৷ চাঁদের মাটিতে ৫০০ মিটার গড়াবে এটি৷ আর তার মাঝে বহু গুরুত্বপূর্ণ ছবি তুলে পাঠাবে সে৷
চাঁদে অভিযানের জন্যে একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল ‘গুগুল’৷ সেই প্রতিযোগিতায় জেতে ‘টিম ইন্ডাস’৷ ‘টিম ইন্ডাস-এর কর্ণধার রাহুল নারায়ণ জানাচ্ছেন, এই রোবটটিকে চাঁদে পাঠাবার দায়িত্ব নিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসকো’৷ আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে এটি পাঠানো হবে৷