দার্জিলিংয়ে গোর্খাল্যাণ্ড আন্দোলনের প্রতিবাদে আমরা বাঙালী

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বারাসত : অবিলম্বে দার্জিলিংয়ে সন্ত্রাস সৃষ্টিকারী বিমল গুরুং-এর  গ্রেফ্তারের দাবীতে ১৪ই জুন বুধবার বিকেল ৪টায় বারাসাত ষ্টেশন থেকে আমরা বাঙালীর একটি মিছিল চাঁপাডালির মোড়ে এসে পৌঁছায়৷ দার্জিলিং পাহাড়ে সম্প্রতি সন্ত্রাস সৃষ্টিকারী বিমল গুরুংকে অবিলম্বে গ্রেফ্তারের দাবী ও দার্জিলিংয়ের স্কুল কলেজে বাংলা ভাষা আবশ্যিক করার দাবীতে ও বিমল গুরুংএর অসংবিধানিক দাবী দাওয়ার প্রতিবাদে আমরা  বাঙালীর পক্ষ থেকে চাঁপাডালি মোড়ে পথ অবরোধ করা হয়৷ প্রতিবাদ সভায় বিমল গুরুং-এর কুশপুত্তলিকা দাহ করে উল্লিখিত দাবীর ভিত্তিতে বক্তব্য রাখেন জয়ন্ত দাস, বিকাশ বিশ্বাস, অজিত বিশ্বাস, উজ্জ্বল ঘোষ, দীপঙ্কর মন্ডল প্রমুখ৷ এই পথ অবরোধে আমরা বাঙালীর পক্ষ থেকে তিন শতাধিক সদস্য উপস্থিত ছিলেন৷

কোচবিহার ঃ গত ৯ই জুন  বিকালে কোচবিহারের কাছারি মোড়ে দার্জিলিংয়ে বিমল গুরুং  ও রোশন গিরিদের গোর্খাল্যাণ্ড আন্দোলনের বিরুদ্ধে আমরা বাঙালীর পক্ষ থেকে  এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়৷  এই প্রতিবাদ,সভায় আমরা বাঙালীর উত্তরবঙ্গের সাংঘঠনিক  সচিব  দলেন্দ্রনাথ রায়, বাঙালীর জেলা সচিব সন্তোষ মোদক, মহাদেব মল্লিক, স্বদেশ চন্দ্র সরকার, বাবলা দেব, অমিতা দাস, রবি সরকার, হরবোলা রায়, হরিদাস মোদক প্রমুখ বক্তব্য রাখেন৷

বক্তারা গোর্খা জনমুক্তি মোর্র্চর বিছিন্নতাবাদী সহিংস আন্দোলনের ও বাংলা ভাষা বিরোধী ভূমিকার তীব্র প্রতিবাদ জানান৷ তাঁরা বলেন, গোর্খারা বিদেশী, বিদেশ থেকে এসে তাঁরা পশ্চিমবাংলায় জীবিকা অর্জন করবে,  অথচ এখানকার বাংলা ভাষাকে মান্যতা দেবে না, পশ্চিমবাংলাকে দ্বিখন্ডিত করে  এখানে গোর্র্খল্যান্ড গড়তে চাইবে--- এটা  চলতে  পারে না৷ বক্তারা কেন্দ্রের শাসকদল বিজেপির এই বিচ্ছিন্নতাবাদী  আন্দোলনকে মদত দেওয়ার তীব্র প্রতিবাদ জানান৷ 

আমরা বাঙালীর পক্ষ থেকে বিমল গুরুং -এর কুশপুত্তলিকাও দাহ করা হয়৷