লেখক
প্রভাত খাঁ
কীর্ত্তি যার রহে এ ধরায়
স্মরণের বালুকাবেলায়
তিনিই অমর হন৷
স্বাধীনতা মানবতা তরে
যিনি যান সংগ্রাম করে
দেশপূজ্য হয়ে তিনি রণ৷
সার্থক নেতা তাই দেশের নেতাজী
এক সূত্রে বাঁধি সবে রচি মহাজাতি
মুক্তির আশ্বাস দানি’ করি’ মহারণ
ব্যষ্টিস্বার্থ, যশ, খাতি, মান
চরণে দলিয়া যিনি যান
তিনিই বরণীয় স্মরণীয় দেশের পূজ্য হন৷
বিশ্বকবি ‘নেতাজী’ নামেতে যাঁরে করেন বরণ
তাঁরেই পরমপিতা ‘বজ্রকৌস্তুভ’ ক’ন
জ্বলন্ত ধুমকেতু,
উল্কার অনলশিখা হয়ে ইতিহাসে রণ৷
তোমার অসমাপ্ত কর্ম পুর্ণ করিবারে
জাগিতেছে তরুণের দল দিকে দিকে
ভ্রষ্টাচারী দলনীতি করিতে দলন৷
- Log in to post comments