দেশাত্মবোধক গান

লেখক
সন্তোষ মাহাত

আমরা –

আমরা নতুন প্রভাতের সূর্য্য,

আছে তরুর মতো ধৈর্য্য,

আছে ভীমের মতো শৌর্য৷ আমরা –

মোরা আকাশের মতো নির্মল,

মোরা তারার মতো উজ্জ্বল৷

মোরা সুধীর শান্ত যোগী

বিষয় বাসনা ত্যাগী৷

করি ভগবানের আরাধনা

দিয়ে হূদয়ের অর্ঘ্য৷ আমরা –

মোরা হিংসা ভেদা–ভেদ ঠেলে দূরে,

রাখবো পৃথিবীটাকে আলো করে৷

বাসবো না পর কোন জনে,

সবারে নেব বুকে টেনে৷

মোরা সত্যটাকে করবো স্বর্গ

দিয়ে মোদের কর্ম৷ আমরা –

মোরা ভয় করিনা ঝড় ঝঞ্ঝা,

মোদের ওড়াতে দেব না মনোবাঞ্ছা৷

এগিয়ে যাব বাধা ঠেলে,

জিনবো শত্রু অবহেলে৷

চলার পথে প্রকাশিবো মোরা

মোদের শৈর্ষ বীর্য৷ আমরা –

আমরা নতুন প্রভাতে সূর্য্য৷