আনন্দমার্গের সর্বানুসূ্যত পূর্র্ণঙ্গ দর্শন তথা আদর্শকে ব্যাপকভাবে জনসমাজে প্রচারের জন্য বছরে দুবার সেমিনার প্রোগ্রাম নেওয়া হয়৷ প্রতি সেমিনারের বিষয় নির্দিষ্ট করে দেওয়া হয়৷ একই প্রোগ্রাম সারা পৃথিবী জুড়েই নেওয়া হয়ে থাকে৷ আনন্দমার্গে সারা পৃথিবীকে ৯টি সেকটারে ভাগ করা হয়েছে৷ প্রতিটি সেকটারকে কিছু রিজিয়নে, প্রতি রিজিয়নকে আবার কিছু ডায়োসিসে, ডায়োসিসকে ডিটে, ডিটকে ব্লকে--- এইভাবে বিভক্ত করা হয়েছে৷
প্রথমে এক বা একাধিক ডায়োসিসকে নিয়ে ফার্ষ্ট লেবেল সেমিনার করা হয়৷ এই সেমিনারে কেন্দ্রীয় আশ্রম থেকে প্রশিক্ষক যান৷ একই ভাবে সারা পৃথিবী জুড়েই প্রোগ্রাম নেওয়া হয়৷ এরপরে যে যে ডায়োসিসে সেমিনার হল--- ওই সমস্ত ডায়োসিসের নীচের স্তরে অর্র্থৎ ডিট ও ব্লকস্তরে সেমিনারের ব্যবস্থা করা হবে৷ বর্তমানে ২০১৭ সালের দ্বিতীয় পর্র্যয়ের সেমিনারের প্রোগ্রাম নেওয়া হয়েছে৷ প্রথমে নেওয়া হবে ‘প্রথম ডায়োসিস স্তরীয় সেমিনার(ফাস্ট ডায়োসিস লেবেল সেমিনার)৷ আগামী ২৩ জুন থেকে ১৬ই জুলাই প:বঙ্গ, ঝাড়খন্ড, অসম ও ত্রিপুরার নিম্নলিখিত স্থান ও তারিখে ফার্ষ্ট ডায়োসিসের প্রোগ্রাম নেওয়া হয়েছে৷
(১) ২৩ জুন--- ২৫ জুন স্থান দূর্লভপুর, বাঁকুড়া (মেদিনীপুর ও বাঁকুড়া ডায়োসিসের জন্যে)
(২) ২৩ জুন--- ২৫ জুন স্থান ঝালদা, পুরুলিয়া (মুরি ও টাটা ডায়োসিসের জন্যে)
(১) ও (২) এই দুটি কর্মসূচি একই তারিখে চলবে ৷
(৩) ৩০ জুন, ১ ও ২ রা জুলাই--- স্থান আলিপুরদূয়ার৷ (আলিপুরদূয়ার ও জলপাইগুড়ি, ডায়োসিসের জন্যে৷)
(৪) ৩০ জুন, ১ ও ২ রা জুলাই--- স্থান ঠাকুরগঞ্জ, রায়গঞ্জ ডায়োসিস অর্র্থৎ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণদিনাজপুর প্রভৃতি এলাকার জন্যে৷
উপরিউক্ত দুটি কর্মসূচীও একই তারিখে চলবে৷
(৫) ৭,৮,৯, জুলাই স্থান--- দুমকা (কুরুয়া) হুগলি, বর্ধমান ও দুমকা ডায়োসিসের জন্যে৷)
(৬)১৪,১৫,১৬, জুন স্থান--- কলকাতা৷ (কলকাতা, ব্যারাকপুর ও কৃষ্ণনগরে ডায়োসিসের জন্যে)৷
উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা:
(১) ২৩---২৫ জুন , স্থান গুয়াাহাটি, (গুয়াহাটি ও শিলং ডায়োসিসের জন্যে)৷
(২) ৩০,জুন, ১-২ জুলাইঃ স্থানঃ--- ডিমাপুর(লামেডিং ও কোহিমা ডায়োসিসের জন্য৷
(৩) ৭-৯ জুলাই--- স্থান শিলচর (শিলচর ও ডায়োসিস ও করিমগঞ্জ ডিট -এর জন্যে)
(৪)১৬-১৪ জুলাই স্থান- বিশালগড়(আগরতলা ডায়োসিস অর্র্থৎ ত্রিপুরা রাজ্যের জন্যে৷