ডি.এস.পি পদ পেতে চলেছেন পঞ্জাবের স্বর্ণজয়ী কন্যা নভজোৎ কর

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

 ভারতের সাফল্যের মুকুটে আর একটি স্বর্ণ যুক্ত হ’ল পঞ্জাব কন্যা নভজোৎ করের সোনা জয়ের মধ্য দিয়ে৷ সাম্প্রতিক এশিয়ান Sports1রেসলিং চ্যাম্পিয়ানশিপে ৬৫ কেজি বিভাগে ফাইনালে জাপানি প্রতিপক্ষ মিয়াই ইমাইকে দাঁড়াতেই দিলেন না৷ সোনা জিতলেন ৯-১ ব্যবধানে৷ ২৮ বছরের নভজোৎ  অনেক আঘাত , কঠিন সমস্যা ও বাধাবিপত্তি পেরিয়ে বিশ্বকুস্তি চ্যাম্পিয়ানশিপে আজ এই সম্মান অর্জন করেছেন শুধুমাত্র নিজের যোগ্যতায়৷ ভারতীয় মহিলা কুস্তিগীর হওয়া তাঁর স্বপ্ণ ছিল৷ নিজ অধ্যাবসায় আর অদম্য জেদকে পাথেয় করে আজ তাঁর স্বপ্ণপূরণ হয়েছে৷ সাথে সাথে নিজ রাজ্য পঞ্জাব শুধু নয় সারা দেশের কাছে নভজোৎ এক উদাহরণ হয়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন৷ এই কৃতিত্বকে সম্মান জানাতে পঞ্জাব সরকার এই বীরকন্যাকে তার্ন তরণ জেলার ডি.এস.পি পদে অভিষিক্ত  করছে৷ বর্তমানে তিনি ভারতীয় রেলে সিনিয়ার ক্লার্ক পদে চাকুরিরতা৷ এত দিন নভজোতের পরিবার তাকে  তাঁদের সাধ্যের মধ্যে যতটা পেরেছেন তাঁর খেলার সমস্ত উপকরণ জুগিয়েগেছেন৷ একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে পরিবারের একজন সদস্যার কুস্তিগীর হওয়ার সমস্ত চাহিদাকে পূরণ করা সহজ কথা নয়৷ সরকারের উচিৎ তাঁর পাশে দাঁড়ানো৷ দেশের বিভিন্ন ক্রীড়া ব্যাষ্টিত্ব থেকে শুরু করে রাজনৈতিক ব্যষ্টিত্ব নভজ্যোংকে ‘সাবাশ’ জানিয়েছেন৷

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল পঞ্জাব কন্যার এই সাফল্যকে অভাবনীয় বলে উল্লেখ করে ভারতীয় মহিলা খেলোয়াড়দের আরও উৎসাহিত করার দিকে সরকারের নজর দেওয়া উচিত বলে উল্লেখ করেছেন৷ যে সকল ভারতীয় মহিলা খেলোয়াড় এখন বিশ্বে ভারতের মুখ উজ্জ্বল করেছেন তাঁদের নামের পাশে নভজোৎয়ের নাম স্বর্ণাক্ষরে লেখা রইল৷