সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
কোশিয়ারী ঃ গত ৪ ও ৫ মার্চ দীপা গ্রামে ‘বাবা নাম কেবলম্’---মহামন্ত্রের ২৪ ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ মূলত দীপা গ্রামের আনন্দমার্গীদের উদ্যোগে এই অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ সারা জেলার বিশিষ্ট আনন্দমার্গীরা কীর্ত্তনের যোগ দিয়েছিলেন৷ অখণ্ড কীর্ত্তনান্তে মিলিত সাধনার পর আচার্য সুধাক্ষরানন্দ অবধূত সাধনা, কীর্ত্তন ও ভক্তিতত্ত্বের ওপর বক্তব্য রাখেন৷ তিনি বলেন কীর্ত্তনের মাধ্যমে সহজেই মানুষ আধ্যাত্মিক উন্নতি ঘটাতে পারেন ও মানব জীবনের পরম সম্পদ ভক্তিলাভ করতে পারেন৷