দক্ষিণ ২৪ পরগণায় আমরা বাঙালীর জেলা সম্মেলন ও নতুন কমিটি গঠন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৬শে মার্চ দক্ষিণ ২৪ পরগণা জেলার অন্তর্গত সুভাষগ্রামে আমরা বাঙালীর নতুন জেলা কমিটি তৈরী করা হল জেলার বিভিন্ন ব্লক থেকে কর্মীরা উপস্থিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে নতুন কমিটিতে অংশগ্রহণ করেন আমরা বাঙালীর কেন্দ্রীয় সচিব শ্রী বকুল চন্দ্র রায় ও কেন্দ্রীয় প্রকাশন সচিব শ্রী রবীন্দ্রনাথ সেন উক্ত সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রী বকুল চন্দ্র রায় মহাশয় বলেন, বর্তমান ক্ষয়িষ্ণু ও দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতাদের হাত থেকে বাঙলাকে বাঁচাতে পারে একমাত্র আমরা বাঙালী দল কারণ আমরা বাঙালী ১০০ শতাংশ নৈতিকতায় বিশ্বাসী, সর্বপ্রকার সংকীর্ণতা মুক্ত ও কুসংস্কার মুক্ত আধ্যাত্মিকতায় বিশ্বাসী তাছাড়া আমরা বাঙালী দল প্রাউট দর্শনকে হাতিয়ার করে সর্বাঙ্গসুন্দর শোষণমুক্ত বাঙালীস্তান গঠন করতে সবাইকে ঝাঁপিয়ে পড়তওে অনুরোধ জানান তারপর বক্তব্য রাখেন আমরা বাঙালীর প্রকাশন সচিব শ্রী রবীন্দ্রনাথ সেন মহাশয় ইনি বাংলা ভাষা, ঐতিহ্যমণ্ডিত বাঙলার সংসৃকতিকে রক্ষা করার জন্যে সকলের নিকট অনুরোধ জানায় পরিশেষে সকলের মতামত নিয়ে ঐক্যবদ্ধভাবে দক্ষিণ ২৪ পরগণার জন্যে একটি জেলা কমিটি তৈরী করা হল নিম্নে নতুন কমিটিতে যাঁরা আছেন তাঁদের নাম উল্লেখ করা হল---
    ১     সম্পাদক    অনির্বাণ রায়
    ২    যুগ্ম সম্পাদক    বিপ্লব নস্কর
    ৩    সাংঘটনিক সম্পাদক    সুবোধ কর
    ৪    কার্যালয় অধ্যক্ষ    অরূপ চট্টোপাধ্যায়
    ৫    উন্নয়ন সচিব    গোরাপদ দেব
    ৬    অর্থ সচিব    সুজিত সাহা
    ৭    প্রচার ও জনসংযোগ সচিব    জয়দেব দাস
    ৮    সাংসৃকতিক সচিব    সুরশ্রী মাইতি
    ৯    আন্দোলন সচিব    সুশীল সরকার
    ১০    সদস্য    হারান প্রসাদ ভট্টাচার্য
    ১১    সদস্য    শরৎ কুমার মিস্ত্রী
সবশেষে শিল্পী সুরশ্রী মাইতি বাঙলার ওপর লিখিত প্রভাত সঙ্গীত ছাড়াও বাঙলার উদ্দেশ্যে লেখা কয়েকটি গান গেয়ে সকলকে মুগ্দ করে দেন প্রবীণ কর্মী শ্রী দুলাল মণ্ডল মহাশয় উপসিথত থেকে এই কমিটির সাফল্য কামনা করেন