সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
আনন্দনগর ঃ গত ২২শে জুলাই আনন্দনগরের অনন্যাগ্রামে ভলান্টীয়ার্স সোস্যাল সার্বিসের তরফ থেকে দরিদ্র নারায়ণ সেবার আয়োজন করা হয়৷ এই অনুষ্ঠান পরিচালনা করেন আচার্য সংশুদ্ধানন্দ অবধূত৷ ১ হাজারের বেশি গ্রামবাসীকে এই ‘নারায়ণ সেবা’ অনুষ্ঠানে মধ্যাহ্ণভোজে আপ্যায়িত করা হয়৷
এছাড়া এই গ্রামে পানীয় জলের অভাব দূর করার জন্যে আচার্য প্রত্যগাত্মানন্দ অবধূতের উদ্যোগে একটি বড় ‘কুঁয়া’ তৈরী করে দেওয়া হয়৷ এর নাম রাখা হয় ‘আনন্দ কূপ’৷ এদিন আচার্য মোহনানন্দ অবধূত এই আনন্দকূপ উদ্বোধন করে সর্বসাধারণের জন্যে উৎসর্গ করেন৷