সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৩১ শে জুলাই ষ্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ঘোষণা করা হয়েছে, এই ব্যাঙ্কের সেভিংস্ এক্যাউন্টে যাদের ১ কোটি টাকার ওপর জমা আছে , তাদের আগের মতো ৪ শতাংশ হারে সুদ দেওয়া হবে৷ কিন্তু যাদের একাউন্টে ১ কোটি টাকার কম জমা আছে, তাঁরা ০.৫ শতাংশ কম সুদ পাবেন৷ ষ্টেটব্যাঙ্কে মুষ্টিমেয় ধনিক শ্রেণীর মানুষেরই সেভিংস ব্যাঙ্কে ১ কোটি টাকার ওপর টাকা জমা আছে৷ ৯০ শতাংশ মানুষের জমার পরিমাণ ১ কোটির নীচে৷ কোপটা পড়ল তদের ঘাড়ে, সরকারী এমনি নীতি যে ধনিকদের সুবিধা দেওয়া হচ্ছে আর গরীব, নিম্নবিত্ত বা মধ্যবিত্তদের ক্ষুদ্র সঞ্চয়ের সুদের হার কমানো হচ্ছে৷