২০১৯ বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী ভারতীয় ক্রিকেট দল গড়ার লক্ষ্যে ভারতীয় টীম ম্যানেজমেণ্ট এখন খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা-নিরিক্ষা, প্রাক্তনদের মতামত ইত্যাদি খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে পর্যালোাচনা করছেন৷ কয়েকজন খেলোয়াড় যে বিশ্বকাপে খেলবেনই তা ঠিক হয়ে গেছে৷ যেমন বিরাট কোহলি, রোহিত শর্ম্মা, শিখর ধাওয়ান, কে.এল. রাহুল, ভূবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ডিয়া৷ এছাড়া আরও দশ-বারো জন ক্রিকেটার রয়েছেন যাদের মধ্যে যে কেউ প্রথম এগারোয় আসবেন৷ প্রশ্ণ দেখা দিয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীকে নিয়ে৷ তাঁর মত অভিজ্ঞ, ঠাণ্ডা মাথার খেলোয়াড় দলে থাকা খুব প্রয়োজন৷ কিন্তু চিন্তার বিষয় ধোনীর পারফরমেন্স নিয়ে৷ বেশ কয়েকটি ম্যাচে ধোনীর ব্যাটে রান নেই৷ অফ ফর্মে থাকা ধোনীর জায়গায় ঋষভ পন্থকে খেলানো হয়েছে কয়েকটি ম্যাচে৷ কিন্তু ভারতের সর্বকালের সেরাদের মধ্যে একজন ক্রিকেট বোদ্ধা সুনীল গাওস্কার মনে করেন আসন্ন বিশ্বকাপে উইকেটের পেছনে ধোনীকে রাখতেই হবে টীম ইণ্ডিয়াকে৷ কারণ ৫০ ওভারের ক্রিকেটে অনেক সময় পাওয়া যায়৷ সেখানে ধোনির অভিজ্ঞতা কাজে আসবে ও ফিল্ডিংয়ে ছোট ছোট এ্যাডজাস্টমেন্ট করে ম্যাচ নিজেদের হাতের মুঠোর নিয়ে আসার কাজটা ধোনীই করতে পারবেন৷ কোন ব্যাটসম্যানকে কিভাবে বিপদে ফেলতে হবে তা বোলারদের বোঝাতে ধোনীর জুড়ি নেই৷ ইংল্যাণ্ডের ভারী আবহাওয়ায় বোলারদের ঠিকমত ব্যবহার করতে করতে হবে৷ ম্যাচের প্রতিটি বলেই উইকেট কীপারের ইঙ্গিত ও নির্দেশ খুবই জরুরী৷ আর ধোনীর মত পাওয়ার হিটার যে কোনও দলের সম্পদ৷ সামান্য অফ ফর্মের বাঁধা পেরিয়ে ধোনীর ব্যাট থেকে যে কোনও সময় বেরিয়ে পড়বে ‘হেলিকপ্ঢার হিট’৷ তাই নির্দ্বিধায় ভারতীয় দলের মহেন্দ্র সিং ধোনীকে প্রথম এগারোয় রাখলে বিরাট অ্যাণ্ড কোম্পানী স্বস্তিতে থাকবে৷
সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়