কলকাতা ঃ কলকাতা মহানগরীর বিখ্যাত ‘কোয়েষ্ট মলে’ ধুতি, পাঞ্জাবী বা লুঙ্গি পরে কোনো ক্রেতা ঢুকতে গেলে তাদের গেটে আটকিয়ে দেওয়া হ’ত৷ বলা হত, ধুতি, পাঞ্জাবী বা লুঙ্গি পরে ভেতরে প্রবেশে নিষেধ আছে৷ মল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে গত ২৪শে জুলাই আমরা বাঙালীর কেন্দ্রীয় সচিব বকুল রায় ও আমরা বাঙালীর বেশ কিছু কর্মী ধুতি, পাঞ্জাবী , লুঙ্গি ও মেয়েরা শাড়ি পরে মলে প্রবেশ করে কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ জানান ও মল কর্তৃপক্ষের কাছে তাদের উপরিউক্ত সিদ্ধান্তের প্রতিবাদ করেন৷ তাঁরা দাবী করেন, যাঁরা ধুতি, পাঞ্জাবী লুঙ্গি বা শাড়ি পরে মলে আসবেন, তাদের ভেতরে প্রবেশের অনুমতি দিতে হবে৷ তাঁদের হুমকীর ফলে মল কর্তৃপক্ষ ‘আমরা বাঙালী’র দাবী মেনে নেন ও বলেন, এখন থেকে যে কোনো ক্রেতা যে কোনো সভ্য পোষাক পরে ভেতরে প্রবেশ করতে চাইলে কাউকে বাধা দেওয়া হবে না৷ উক্ত বিক্ষোভে আমরা বাঙালীর কেন্দ্রীয় সচিব বকুল রায় ছাড়াও ছিলেন কলকাতার সচিব সুনীল চক্রবর্তী, দীপক চক্রবর্তী, এস পি সিং, গোপাল চক্রবর্তী প্রমুখ৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়