এবার বিশ্বচ্যাম্পিয়নশিপের্ দিকে  নজর মেরি কমের

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

এমনিতে ব্যাপারটা অবিশাস্য ব্যাপারটা৷ কিন্তু সেটাই করে দেখিয়েদিলেন ভারতের কিংবদন্তি বক্সার মেরিকম ৷ মাত্র ৪ ঘন্টার মধ্যে ২ কেজি৷ পোলান্ডের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে জেটল্যাগ কিছুটা ছিলই৷ কিন্তুই  ওই অবস্থাতেই সেখানে পৌঁছে  তাঁর প্রথম  কাজটি ছিল নিজের  ওজন দু’কেজি কমিয়ে ফেলা৷

বছরের তৃতীয় সোনা জিতে দেশে ফিরে সে কথাই বলেন মেরিকম৷  তিনি বলেন ‘‘ভোর সাড়ে তিনটে নাগাদ পোলান্ডে  পৌছান,  সকাল সাড়ে সাতটা নাগাদ  তিনি জানতে পারেন  তার বিভাগ ৪৮ কেজির কিন্তু তখন তাঁর ওজন  পঞ্চাশ হয়ে গেছে৷  মাত্র চার ঘন্টা হাতে ছিল তার৷  যদি এই সময়ের মধ্যে তিনি যদি ২ কেজি ওজন না কমাতে পারেন তাহলে তাকে হয়তো প্রতিযোগিতা থেকে বেরিয়ে যেতে হতে পারে৷ কিন্তু এই অসাধ্যকে তিনি সাধন করেন মাত্র ৪ ঘন্টায়  এরপর তিনি ঠিক করে একঘন্টা অনবরত  স্কিপিং করেন ও অত্যন্ত স্কিপিং করার ফলে তার এই অসাধ্য সাধন হয়েছিল ৪৮ কেজি বিভাগে তিনি সুযোগ পেয়ে যান৷

তিন সন্তানের মা হয়েও তিনি যেভাবে নিজের এমন যোগ্যতা অর্জন করেছেন তবে এখন তার ভবিষ্যতের লক্ষ্য একমাত্র বিশ্ব চ্যাম্পিয়নসিপ৷

আগামী বৎসর ২০১৯ সালে  নবেম্বর মাসে  শুরু হতে চলেছে বিশ্বচ্যাম্পিয়নসিপ৷ তিনি আরও বলেন, যদি শরীর সুস্থ থাকে তাহলে তিনি ২০২০ সালের অলিম্পিক্স পর্যন্ত বক্সিংকে নিয়ে যাবেন৷