সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১১ই মার্চ নদীয়ার হবিপুর আনন্দমার্গ স্কুলে এক দিবসীয় এক যোগ সেমিনার অনুষ্ঠিত হয়৷ এই সেমিনারে সুস্থ ও শান্ত জীবনযাপনের জন্যে যোগ এই বিষয়ের ওপর বিস্তারিত ভাবে আলোচনা করেন আচার্য নির্মলশিবানন্দ অবধূত৷ বিদ্যালয়েদ্দ শিক্ষক, অভিভাবক ও অভিভাবিকাদের নিয়ে ৬৫ জন এই সেমিনারে যোগ দেন৷ যোগের ওপর তাত্ত্বিক আলোচনা ও পৃথক পৃথক ভাবে যোগ সাধনা শিক্ষা দেওয়ারও ব্যবস্থা ছিল৷ ছেলেদের যোগ সাধনা শেখান আচার্য নির্মলশিবানন্দ অবধূত ও মেয়েদের যোগ সাধনা শেখান অবধূতিকা আনন্দ বিভূকণা আচার্যা৷ আচার্য নির্মলশিবানন্দজী বলেন---শারীরিক, মানসিক ও আধ্যত্মিক---এই তিন স্তরেরই সামঞ্জস্যপূর্ণ বিকাশই যোগ৷ যোগ সাধনা মানুষকে শারীরিকভাবে সুস্থ ও দৃঢ় মানসিক শক্তিসম্পন্ন করে ও সঙ্গে সঙ্গে মানুষের আধ্যাত্মিক উন্নতিও ঘটায়৷